Hindustan Times
Bangla

Egg Roll Recipe: এগ রোল খেয়েও থাকবেন রোগা! তৈরি করুন এভাবে

এগরোল পছন্দ করেন না, এমন মানুষ নেই বললেই চলে! এভাবে স্বাস্থ্যকর উপায়ে এগ রোল বানান বাড়িতেই। 

Pixabay

উপকরণ: আটা, নুন, জল,  চিনি, সাদা তেল, ডিম, পেঁয়াজ, বাঁধাকপি, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম, গাজর, লেবু, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, সেদ্ধ চিকেন

Pexels

এক কাপ আটা নিয়ে তাতে নুন, এক চা চামচ তেল ও এক চা চামচ চিনি দিয়ে ভালো করে ময়ান দিন। এরপর পরিমাণমতো জল দিয়ে ভালো করে মেখে নিন।

Pexels

একটি প্যানে তেল গরম করুন এবং এতে একটি বড় পেঁয়াজ যোগ করুন। ১ কাপ কাটা গাজর, লম্বা করে কাটা ক্যাপসিকাম, কুচনো বাঁধাকপি যোগ করুন এবং অর্ধেক রান্না হওয়া পর্যন্ত ভাজুন।

Pexels

স্বাদমতো নুন দিন। তারপর সেদ্ধ করা বোনলেস চিকেন একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিন। এতে কিছু গোলমরিচ গুঁড়ো, চিলিফ্লেক্স এবং অর্ধেক লেবু যোগ করুন। সমস্তটা ভালো করে ভাজাভাজা হলে, নামিয়ে নিন।

Pexels

একটি পাত্রে ২টি ডিম, সামান্য নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

Pexels

তারপর যথারীতি রুটি বেল নিন। তারপর তাওয়ায় একটু সেঁকে নিয়ে, কাঁচাভাব চলে গেলে ফেটানো ডিম দিয়ে দিন। 

Pexels

তারপরে রুটিটা উলটে নিন এবং ডিম কাঁচা না থাকা অবধি আঁচেই রাখুন। তারপরে এটি নামিয়ে একটা ছড়ানো প্লেটে রাখুন। ডিমের অংশটা উপরে থাকব। তারপর এত চিকেন ও সবজির মিশ্রণ দিন। 

Pexels

আপনি স্বাদের জন্য টমেটো সসও দিতে পারেন। তারপরে মুড়িয় নিলেই সুস্বাদু ও স্বাস্থ্যকর এল রোল প্রস্তুত।

Pexels

caco88