Hindustan Times
Bangla

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ অজিদের সামনে! একঝলকে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অজিদের পরিসংখ্যান...

অ্যাডিলেডে সাতটা পিঙ্ক বল টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, সাতটি ম্যাচেই জিতেছে অজিরা

ওয়েস্ট ইন্ডিজকে ২০২২ সালে শেষ পিঙ্ক বল টেস্টে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া হারায় ৪১৯ রানে

 অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ৩ উইকেটে ৫৮৯ রান করেছিল অস্ট্রেলিয়া, আর ভারতের বিরুদ্ধে অ্যাডিলেডে তাঁদের সর্বনিম্ন গোলাপি বলের টেস্টে স্কোর ২০২০ সালে ১৯১ রান।

অ্যাডিলেডে সাতটি পিঙ্ক বল টেস্টে সর্বোচ্চ ৩৯ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, অ্যাডিলেডে সেরা স্পেলও স্টার্কের, ৬৬ রানে ৬ উইকেট

১১ ইনিংসে ডেভিড ওয়ার্নার অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে করেছেন সর্বোচ্চ ৬৪৭ রান, ২০১৯ সালে ব্যক্তিগত অপরাজিত ৩৩৫ রানও করেন ডেভিড

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান মার্নাস ল্যাবুশেনের, ৭ ইনিংসে তিনি করেছেন ৫৬৩ রান