Hindustan Times
Bangla

মন্দিরে ঘণ্টা কেন থাকে? কেন বাজানো হয় এটি

প্রাচীন কাল থেকেই মন্দিরের দ্বারে ঘণ্টা লাগানোর প্রচলন রয়েছে। হিন্দু ধর্মে পুজো-অর্চনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ঘণ্টা। হিন্দু মন্দিরে প্রবেশের আগে ঘণ্টা কেন বাজানো হয়?

ধর্মীয় ধারণা অনুযায়ী, ঘণ্টা বাজানোর ফলে মন্দিরে দেবী-দেবতাদের মূর্তিতে চেতনা জাগ্রত হয়। তারপর দেবপুজো অধিক ফলদায়ক ও প্রভাবশালী হয়ে ওঠে।

ঘণ্টা বা ঘণ্টির মনমোহক ও কর্ণপ্রিয় ধ্বনি মন-মস্তিষ্কে আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে। ঘণ্টা-ধ্বনি শ্রবণ মাত্রই মন শান্ত হয়।

আরতি সময়েও ঘণ্টা বাজানো হয়। মনে করা হয়, ঘণ্টাধ্বনি অশুভ শক্তিকে পরাস্ত করে। শরীরে ইতিবাচক শক্তির সৃষ্টি হয়।

বিজ্ঞানীরা বলছেন যে ঘণ্টা বাজানোর ফলে পরিবেশে একটি কম্পন সৃষ্টি হয়। এই কম্পন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ধরনের অণুজীব ইত্যাদি ধ্বংস হয়ে যায় এবং বায়ুমণ্ডল বিশুদ্ধ হয়। 

যে সমস্ত জায়গায় নিয়মিত ঘণ্টা বাজায়, সেখানে ইতিবাচক শক্তির যোগাযোগ হয় এবং নেতিবাচকতা দূর হয়। 

এর পাশাপাশি ঘণ্টার আওয়াজ মানুষের মন ও মনের ওপর খুব গভীর প্রভাব ফেলে। মানসিক চাপকে অনেকাংশে কমিয়ে দেয়।