By Tulika Samadder
Published 11 Aug, 2023
Hindustan Times
Bangla
দিনদিন বাড়ছে ঘরে টিকটিকির তাণ্ডব, দেখুন তা থেকে মুক্তির সহজ উপায়
টিকটিকি বিষাক্ত। তাই বাড়ি থেকে এটিকে দূর করা বিশেষভাবে প্রয়োজনীয়। বিশেষ করে বাড়িতে যদি ছোট শিশু বা পোষ্য থাকে।
টিকটিকির মারার ওষুধ বাজারে পাওয়া গেলেও তা ব্যবহার করলে, ঘরের মধ্যেই টিকটিকি মারা পড়ে। সেগুলি পরিষ্কার করা মুশকিল।
এর চেয়ে ঘর থেকে স্থায়ীভাবে টিকটিকি তাড়াতে কিছু ঘরোয়া টোটকা অবলম্বন করতে পারেন।
টিকটিকি পেঁয়াজের গন্ধ পছন্দ করে না। ঘরের কোণে খোসা ছাড়ানো পেঁয়াজ রাখতে পারেন। পালিয়ে যাবে টিকটিকি।
ডিমের খোসার গন্ধ থেকেও টিকটিকি পালিয়ে যায়। ঘরের যে অংশে টিকটিকি বেশি থাকে, সেখানে ডিমের খোসা রাখুন।
কালো মরিচ গুঁড়ো করে নিন। এবার ১ কাপ জলে ১ চামচ গুঁড়ো মিশিয়ে নিন। তারপর ঘরের কোণায় কোণায় স্প্রে করে নিন।
রসুন দিয়েও স্প্রে বানাতে পারেন। রসুনের রস সমপরিমাণ জলে মিশিয়ে নিয়ে ঘরের কোণায় স্প্রে করে নিন। টিকটিকি পালাবে।
ন্যাপথলিনের বল দিয়েও টিকটিকি তাড়ানো যায়। ঘরের উঁচু জায়গায় এই বলগুলি রাখুন। খেয়াল রাখবেন বাচ্চা ও পোষ্যদের নাগালে যেন না আসে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন