Hindustan Times
Bangla

জুতো মেরে বিশেষ কায়দায় তাড়ানো হয় অশুভ শক্তিকে! এই দেশে ঠাকুমারাই করেন জাদুটোনা

অনেকেই বলবেন কুসংস্কার, কিন্তু আজও বহু মানুষ বিশ্বাস করেন শুভ ও অশুভ শক্তিকে।‌

অশুভ শক্তি জীবনের উন্নতিতে বাধা তৈরি করে। সংসারে অশান্তি ডেকে আনে। তাই এই শক্তিকে বিদায় করা সর্বাগ্রে প্রয়োজন।

অশুভ শক্তিকে বিদায় করতে নানা পদ্ধতি অনুসরণ করেন মানুষ। তারই একটি হল পুজো, যাগযজ্ঞ। 

হংকংয়ে ভিলেন হিটিং নামের একটি বিশেষ পদ্ধতি প্রচলিত। সেটি একরকমের জাদুটোনা।

জাদুটোনার মতো এই ক্রিয়াটি একমাত্র বৃদ্ধা মহিলারাই করতে পারেন। তাদের স্থানীয় ভাষায় ঠাকুমা বলা হয়।

ঠাকুমাকে গিয়ে নিজের শত্রুর নাম ও জন্মতারিখ জানাতে হয়। ঠাকুমা সেটি একটি কাগজে লেখেন।

কাগজে লেখার পর একটু পুরনো চটি দিয়ে সেই কাগজকে বেদম প্রহার করেন ওই বৃদ্ধা।

কাগজ সম্পূর্ণ ছিঁড়ে না যাওয়া পর্যন্ত  চলে এই প্রক্রিয়া। একইসঙ্গে চলে গূঢ় মন্ত্রপাঠ।

সব শেষে একটি চুল্লিতে ফেলে দেওয়া হয় ছেড়া কাগজ। সঙ্গে সঙ্গে সব নেতিবাচক শক্তি দূর হয়ে যায় ওই ব্যক্তির চারপাশ থেকে।

caco88