Hindustan Times
Bangla

মশা তাড়ানোর ঘরোয়া উপায়

মশার কামড় থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা ভাইরাস এবং ফ্যালারিয়ার মতো গুরুতর অনেক রোগ হতে পারে। এসব রোগের হাত থেকে বাঁচতে ঘর থেকে মশা তাড়ানো জরুরি

মশার হাত থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়গুলি কী কী-

মশা তাড়াতে কর্পূর ব্যবহার করা হয়। কর্পূর জালিয়ে কিছুক্ষণ ঘর বন্ধ করে দিন, এর ধোঁয়া এবং তীব্র গন্ধে মশা তাৎক্ষণিক ভাবে তাড়িয়ে দেবে।

নিম তেল এবং নারকেল তেল সমান পরিমাণে নিয়ে শরীরে লাগান। এটা প্রয়োগ করলে মশা আপনার থেকে কয়েক ঘণ্টা দূরে থাকবে।

মশা তাড়াতে লেবু এবং লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। লেবুকে দু-টুকরো করে কেটে এতে কয়েকটা লবঙ্গ তাতে গুজে দিন। লেবুর টুকরোগুলো ঘরে রাখুন, তাতে মশা চলে যাবে।

রসুনের বন্ধনে মশা পালিয়ে যায়। রসুন পেস্ট করে গরম জলে মিশিয়ে ফুটিয়ে নিন। সেই মিশ্রণ ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিন, মশা পালিয়ে যাবে।

ল্যাভেন্ডারের গন্ধে মশা আসে না। মশা তাড়াতে ল্যাভেন্ডারের সুগন্ধ যুক্ত রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। 

ঘরের বারান্দায় গাঁদা ফুলগাছ সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এর ঘ্রাণে মাশা আসে না।

মাশার কামড়ের জ্বালাপোড়া থেকে বাঁচতে তুলসী এবং অ্যালোভেরা জেলের পেস্ট লাগাতে পারেন। এটি আপনাকে স্বস্তি দেবে।

পুদিনা পাতার রস স্প্রে করলে মশা তাড়াতে সাহায্য করে। এটি শরীরেও প্রয়োগ করা যায়।