গরমকালে ভুলেও বেশি চা খাবেন না, হতে পারে মারাত্মক বপদ!
চা-তে থাকা ক্যাফেইন শরীর থেকে জল বের করে দেয়। এতে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়।
গ্রীষ্মে হজম ক্ষমতা কমে যায়। চা-তে থাকা ট্যানিন পেটে অ্যাসিড উৎ০পাদন বাড়ায়, ফলে এর থেকে অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়ার মতো সমস্যা হয়।
চা-তে থাকা ক্যাফেইন ঘুমে ব্যাঘাত ঘটায়। গ্রীষ্মে তাপমাত্রা বেশি থাকায় ভালো ঘুম হওয়া কঠিন। এছাড়াও, চা খেলে অনিদ্রার সমস্যা আরও বাড়তে পারে।
চা-তে থাকা ক্যাফেইন ত্বককে রুক্ষ করে তোলে। আবার গরমের সময়ই এমনই রোদের জন্য অনেক সময় ত্বক রুক্ষ হয়ে যায়। এতে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে।
চা-তে থাকা ক্যাফেইন হৃদস্পন্দন বৃদ্ধি করে। গরমের কারণে হার্টের উপর এমনই চাপ বেড়ে যায়। ফলে চা পান করলে হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে।
চা-তে থাকা ট্যানিন কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে। আবার অন্যদিকে, গ্রীষ্মে ডিহাইড্রেশনের ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বেড়ে যায়। তাই চা পান করলে এই সমস্যা আরও খারাপ দিকে যেতে পারে।
চা-তে থাকা ক্যাফেইন মানসিক চাপ বাড়ায়। গরমের কারণেও মানসিক চাপ বৃদ্ধি পায়।
এখানে উল্লেখিত মতামত বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত পত্রিকা থেকে নেওয়া হয়েছে। আরও ভালো করে জানতে চিকিৎসকের পরামর্শ নিন। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।