By Ratul Guha
Published 20 Jan, 2024
Hindustan Times
Bangla
সবচেয়ে বেশি সোনার মজুত রয়েছে এই ১০টি দেশে
মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ ৮,১৩৩৬.৪৬ টন সোনার মজুত রয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৩,৩৫২.৬৫ টন সোনার মজুত রয়েছে জার্মানির কাছে।
ইতালিতে ২,৪৫১.৮৪ টন স্বর্ণের তৃতীয় সর্বোচ্চ মজুত ভাণ্ডার রয়েছে।
ফ্রান্সে সোনার মজুত ভাণ্ডার ২৪৩৬.৮৮ টন।
২৩৩২.৭৪ টন সোনার মজুত নিয়ে রাশিয়া পঞ্চম স্থানে রয়েছে।
চিনের কাছে ২,১৯১.৫৩ টন সোনা রয়েছে।
সুইজারল্যান্ডে ১০৪০.০০ টন সোনার মজুত রয়েছে।
ফোর্বস অনুসারে, ৮০০.৭৮ টন সংরক্ষিত সোনা নিয়ে ভারত তালিকার ৯ম স্থানে রয়েছে।
নেদারল্যান্ডের কাছে ৬১২ টন সোনার মজুত রয়েছে।