Hindustan Times
Bangla

WhatsApp-এর এই গোপন ট্রিকটি অনেকেই জানেন না।

নোটিফিকেশন ছাড়াও, হোয়াটসঅ্যাপের বিশেষ একটি উইজেট দিয়েও সহজে মেসেজ পড়া যায়। মজার বিষয় হল, মেসেজ সিনও হবে না। এর জন্য প্রথমে হোম পেজ ট্যাপ করে হোল্ড করে রাখতে হবে।

এরপর যে পেজ খুলবে, তাতে অনেক উইজেট অপশন পাবেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপের উইজেট খুঁজে নিন।

হোয়াটসঅ্যাপের উইজেট পেয়ে গেলে তাতে ট্যাপ করুন। 

তিনটি অপশন পাবেন। এর মধ্যে মেসেজ পড়া যাচ্ছে যেটায়, সেটা বেছে নিন।

এটি করলেই আপনার হোম পেজেই হোয়াটসঅ্যাপের একটি উইজেট বা উইন্ডো খুলে যাবে। সেখান থেকেই ইচ্ছা মতো মেসেজ করতে পারবেন। আবার তাতে ট্যাপ করলে সরাসরি হোয়াটসঅ্যাপ খুলে যাবে।