Hindustan Times
Bangla

হলুদ হয়ে গিয়েছে ফোনের স্বচ্ছ কভার? পরিষ্কার করুন এভাবে

যে কভারই ব্য়বহার করুন না কেন কিছুটিন পরেই তা নোংরা এবং হলুদ হয়ে যায়। ভাবছেন কীভাবে পরিষ্কার করবেন?

সাদা ব্যাককভার হলুদ হয়ে গেলে কী করে পরিষ্কার করবেন দেখে নিন-

ভিনেগারের সাহায্যে সহজেই পরিষ্কার করুন মোবাইলের কভার। একটি বড় বাটিতে মোবাইলের কভার রাখুন। এরপর বেকিং সোডা ছিটিয়ে নিন।

এক কাপ জলে ২-৩ চামচ ভিনেগার মিশিয়ে নিন। এই দ্রবণে কভারটি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

প্রায় এক ঘণ্টার পর টুথ ব্রাশ দিয়ে কভারটি ঘষে পরিষ্কার করুন। ফোনের কভারটি নতুনের মতো জ্বলজ্বল করবে।

বড় বাটিতে লিকুইড সাবান ও সামান্য ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণেই ফোনের কাভার অন্তত ১০ থেকে ১৫ মিনিট চুবিয়ে রাখুন। কিছু সময়ের পর কভার তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে আপনার কভার একদম স্বচ্ছ দেখাবে।