By Subhasmita Kanji
Published 6 Oct, 2023
Hindustan Times
Bangla
আপনার পাশের মানুষটি সুবিধাবাদী কিনা বুঝতে পারছেন না? বা আপনার ক্ষতি করতে পারে কিনা জানেন না? চিনুন এই লক্ষণ দেখে।
জীবনের সফরে আমরা এমন কিছু মানুষের মুখোমুখি হই যাঁরা নিজেদের স্বার্থের জন্য আমাদের সঙ্গে বন্ধুত্ব করেন।
সেই স্বার্থ ফুরিয়ে গেলেই তাঁদের আর দেখা পাওয়া যায় না।
এমন ধরনের স্বার্থান্বেষী মানুষদের চিনবেন কীভাবে জানেন না? কিছু লক্ষণ দেখলে কিন্তু সহজেই ধরে ফেলতে পারবেন।
আপনার সামনে আপনার ভুয়ো প্রশংসা করবে। এবং পিছনে আপনার নামে আকথা কুকথা রটাবে। যতক্ষণ আপনাকে তাঁর প্রয়োজন ততক্ষণ আপনার প্রশংসা করবে।
আপনার সুবিধা অসুবিধা নয়, তিনি আগে নিজের সুবিধা অসুবিধা দেখবে। নিজের স্বার্থ পূরণ করতেই ব্যস্ত থাকবেন।
তিনি যদি কখনও আপনার থেকে সাহায্য চান আর না পান পড়ে সেটা নিয়ে খোঁটা দেবে। আপনি সাহায্য চাইলেও এড়িয়ে যাবেন।
লোক দেখানো বন্ধুত্ব রাখবে আপনাকে সঙ্গে। সুখের সময় আপনার পাশে থাকলে, কষ্টের সময় এঁদের দেখা পাবেন না।
মনে রাখবেন এঁরা কিন্তু আসলে শত্রুর থেকেও খারাপ। তাই জীবনে এমন মানুষের মুখোমুখি হলে তাঁদের এড়িয়ে চলাই ভালো।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন।