Hindustan Times
Bangla

মোবাইলের যুগে বই পড়তে অনেকেরই অনিহা তৈরি হয়েছে, তবে এই ৭ নিয়ম মেনে চললে আপনার বইয়ের প্রতি ভালোবাসা আবার জন্ম নেবে।

বইয়ে লেখা ছোট ছোট ডিটেলস পড়ার আগে হেডিং, সাবহেডিং এবং মোটা কালো অক্ষরের লেখাগুলো পড়ে ফেলুন 

যে সমস্ত লাইন আপনার ভালো লাগবে, সেগুলি রংবেরঙের পেন দিয়ে হাইলাইট করুন 

বই পড়ার সময় বইয়ে থাকা বিভিন্ন বিষয় নিয়ে নিজের মধ্যে প্রশ্ন তৈরি করুন। প্রশ্নের উত্তর যখন নিজে খুঁজে বের করবেন তখন দেখবেন বইয়ের প্রতি ভালোবাসা বেড়ে গেছে 

বইয়ে লেখা শব্দগুলির মানে নিজের ভাষায় তৈরি করুন। এতে লেখকের লেখাগুলি আপনার কাছে শক্ত লাগবে না।

আপনি যে বই পড়ছেন সেখানে যদি কোনও অংশ বুঝতে না পারেন তাহলে বন্ধুদের সঙ্গে আলোচনা করুন। এতে বইয়ের প্রতি আগ্রহ আপনার এবং আপনার বন্ধু দুজনেরই বাড়বে 

সবার আগে বই পড়ার অভ্যেস তৈরি করুন। প্রতিদিন এক ঘন্টা করে বই পড়লে সেই অভ্যাস চিরকাল থেকে যাবে। 

বই পড়ার পরে সারমর্ম বোঝার চেষ্টা করুন এবং মুল পয়েন্টগুলি তুলে ধরুন। এতে আপনার পড়া বিষয়টি দীর্ঘদিন আপনার মাথায় থাকবে।

caco88