Hindustan Times
Bangla

চিনিতে জাঁকিয়ে বসেছে পিঁপড়ে? তাড়ান এভাবে

বর্ষায় পিঁপড়ে প্রায় সারা বাড়িতেই কোথাও না কোথাও জটলা করতে থাকে। আর সামনে চিনি পেলে তো কথাই নেই। চিনির কৌটোই হোক বা প্যাকেট, পিঁপড়ে তাড়াতে কিছু সহজ উপায় দেখে নিন।

বলা হচ্ছে, লেবুর খোসা একেবারেই সহ্য করতে পারে না পিঁপড়ে। ফলে ২ থেকে ৩টি লেবুর খোসা রেখে দিন চিনির কৌটোতে। এতেই সরে যাবে পিঁপড়ে।

চিনির কৌটো হোক বা প্যাকেট, তার ভিতরে রেখে দিন তেজপাতা। ২ থেকে ৩ টি তেজপাতা রাখলে পিঁপড়ে সেখান থেকে পালাবে। এরপর ৪ থেকে ৫ দিন পর পাতাগুলি তুলে নিন।

চিনির কৌটোতে রেখে দিন দারচিনি। এই গন্ধে পিঁপড়ে টিকতে পারে না। ফলে তারা সেখান থেকে পালায়।

চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। লবঙ্গের গন্ধে চিনি থেকে পালাবে পিঁপড়ে।