Hindustan Times
Bangla

পুজোর আগেই উজ্জ্বল, মসৃণ ত্বক চান? ব্যবহার করুন ভিটামিন ই ক্যাপসুল। 

এটা কী করে ব্যবহার করবেন জানেন না? দেখুন পদ্ধতি। 

সকলেই উজ্জ্বল দাগহীন ত্বক চান। এর জন্য নানা প্রোডাক্ট, টোটকা ব্যবহার করে থাকেন।

তবে জানেন কি ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য ভীষণই ভালো। 

একাধিক স্কিন কেয়ার প্রোডাক্ট বানানোর সময় এই কারণেই ভিটামিন ই ব্যবহার করা হয়ে থাকে। 

ভিটামিন ই ক্যাপসুল নিয়মিত মাখলে বলিরেখা পড়া, ট্যানিং, ডার্ক সার্কেল এসব আটকায়। 

এ্যালোভেরা জেলের সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুলের পুরো তেল মিশিয়ে সেটা মুখে লাগান। এতে ব্রণ হবে না। 

নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন ভিটামিন ই। এতে ত্বকের আর্দ্রতা ফিরবে। 

নাইট ক্রিমের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে রোজ রাতে মাখলে দারুণ উপকার পাবেন। 

ডার্ক সার্কেলের সমস্যা থাকলে ভিটামিন ই নিয়ে সোজাসুজি চোখের চারপাশে লাগান।