By Abhisake Koley
Published 30 Jun, 2023
Hindustan Times
Bangla
টানা পাঁচটি ওয়ান ডে ইনিংস মিলিয়ে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় হেডেনকে টপকালেন শন উইলিয়ামস।
কেরিয়ারের যে কোনও পর্যায়ে টানা ৫টি ওয়ান ডে ইনিংস মিলিয়ে সব থেকে বেশি ৫৯৬ রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির নামে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তিনি একদা টানা ৫টি ওয়ান ডে ইনিংসে ৫৩৭ রান সংগ্রহ করেন।
চলতি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের টানা ৫টি ইনিংসে শন উইলিয়ামস সংগ্রহ করেন সাকুল্যে ৫৩২ রান। তিনি উঠে আসেন তালিকার তিন নম্বরে।
ম্যাথু হেডেন এই নিরিখে তালিকার চার নম্বরে পিছিয়ে যান। তিনি একদা টানা ৫টি ওয়ান ডে ইনিংসে ৫২৯ রান সংগ্রহ করেছিলেন।
পাক তারকা ফখর জামান একসময় টানা ৫টি ওয়ান ডে ইনিংসে ৫১৫ রান সংগ্রহ করার কৃতিত্ব দেখিয়েছেন। তিনি আপাতত এই তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন।
জিম্বাবোয়ের শন উইলিয়ামস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ৫টি ইনিংসে সংগ্রহ করেন যথাক্রমে ১০২, ৯১, ২৩, ১৭৪ ও ১৪২ রান।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন