Hindustan Times
Bangla

সামনেই পুজো, এই সময় খুব সুন্দর করে সেজে ওঠেন সকলে। কিন্তু সেই সাজে ঠোঁট কালো ও রুক্ষ দেখালে পুরোটাই মাটি।

তবে চিন্তার কিছু নেই, ঠোঁট নরম করতে ফ্রিজে রাখা এই জিনিসই যথেষ্ট। বিনা খরচে ঠোঁটের কালো ও রুক্ষ ভাব দূর হবে।

ভাবছেন কীসের কথা বলছি? বরফ। ঠোঁটে বরফ ঘষার অনেক উপকারিতা রয়েছে। 

ঠোঁটে বরফ ঘষলে ঠোঁট হাইড্রেট থাকবে, এতে ঠোঁট ফাটা কম হবে এবং রুক্ষতা দূর হবে।

ধূমপান বা প্রাকৃতিক কারণে ঠোঁট কালো হওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। বরফের নিয়মিত ব্যবহার ঠোঁটের কালচে ভাব দূর করতে সাহায্য করে। 

বরফ ঠোঁটের মরা চামড়া বা ডেড স্ক্রিন পরিষ্কার করে, যার কারণে ঠোঁট স্বাভাবিকভাবেই গোলাপি দেখাতে শুরু করে। 

প্রতিদিন ৫ মিনিটের জন্য ঠোঁটে বরফ ঘষতে হবে। 

এছাড়াও অ্যালোভেরা জেল, ভেষজ চা বা ফলের রস থেকে তৈরি আইস কিউব ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট আরও সুন্দর হবে।