By Abhisake Koley
Published 31 Mar, 2023
Hindustan Times
Bangla
IND vs IRE: সিরিজের আবিষ্কার রিঙ্কু, ১১ জন ভারতীয় কেমন খেললেন
যশস্বী জসওয়াল ২ ম্যাচে ২১.০০ গড়ে সাকুল্যে ৪২ রান সংগ্রহ করেন। প্রথম ম্যাচে ২৪ ও দ্বিতীয় ম্যাচে ১৮ রান করেন তিনি।
রুতুরাজ গায়কোয়াড় ২ ম্যাচে সব থেকে বেশি ৭৭ রান করেন। প্রথম ম্যাচে ১৯ ও দ্বিতীয় ম্যাচে ৫৮ রান করেন তিনি।
তিলক বর্মা ২ ম্যাচে মাত্র ১ রান সংগ্রহ করেন। প্রথম ম্যাচে ০ ও দ্বিতীয় ম্যাচে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
সঞ্জু স্যামসন ২ ম্যাচে সাকুল্যে ৪১ রান সংগ্রহ করেন। প্রথম ম্যাচে অপরাজিত ১ ও দ্বিতীয় ম্যাচে ৪০ রান করেন তিনি।
রিঙ্কু সিং প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে ২টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
শিবম দুবে প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২২ রান করে নট-আউট থাকেন তিনি।
ওয়াশিংটন সুন্দর ২ ম্যাচে সাকুল্যে ৫ ওভার বল করেন। ৩৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি তিনি।
আর্শদীপ সিং ২ ম্যাচে মোট ৮ ওভার বল করেন। তিনি সাকুল্যে ৬৪ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
জসপ্রীত বুমরাহ সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। ২ ম্যাচে ৮ ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন তিনি।
রবি বিষ্ণোই ২ ম্যাচে মোট ৮ ওভার বল করেন। ৬০ রান খরচ করে ৪টি উইকেট পকেটে পোরেন তিনি।
প্রসিধ কৃষ্ণা ২ ম্যাচেই ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন। সাকুল্যে ৬১ রান খরচ করে ৪টি উইকেট নেন তিনি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন