Hindustan Times
Bangla

IND vs PAK: সূর্য-শামি-অক্ষর বাদ, জাফরের প্রথম একাদশে কারা জায়গা পেলেন?

অনেকেই পাকিস্তান ম্যাচে গিলের সঙ্গে ইশানকে ওপেনে দেখতে চাইছেন। তবে জাফর চাইছেন এমন চাপের ম্যাচে ওপেন করুন রোহিত।

তবে শুভমন গিল নয়, পাকিস্তান ম্যাচে রোহিতের সঙ্গী হিসেবে ইশানকে ওপেনে চাইছেন জাফর।

জাফরের মতে, ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামা উচিত শুভমন গিলের। টেস্টেও সম্প্রতি তিনে ব্যাট করছেন শুভমন।

অভিজ্ঞ কোহলির ব্যাটিং অর্ডার বদলে চারে নামা উচিত বলে দাবি জাফরের।

চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়সকে পাঁচে দেখতে চাইছেন ওয়াসিম। যদিও আইয়ারকে চার নম্বরের জন্য যথাযথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছয়ে পেসার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রেখেছেন ওয়াসিম জাফর।

স্পিনার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার সাতে ব্যাট করতে নামা উচিত বলে মনে করছেন প্রাক্তন তারকা।

আটে আরও এক পেসার অল-রাউন্ডার শার্দুলকে জায়গা করে দিয়েছেন জাফর।

নয়ে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপকে রেখেছেন ওয়াসিম।

দশে বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে জসপ্রীত বুমরাহ অটোমেটিক চয়েজ।

এগারো নম্বরে আরও এক বিশেষজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে দেখতে চাইছেন জাফর।

জাফর পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে রাখেননি মহম্মদ শামি, সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলকে।