By Abhisake Koley
Published 16 Jul, 2023
Hindustan Times
Bangla
মাঠে নামলেই কোহলির ৫০০, সব থেকে বেশি ম্যাচ খেলা ১০ ভারতীয়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টটি হতে চলেছে তিন ফর্ম্যাট মিলিয়ে কোহলির ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ।
সচিন, ধোনি ও দ্রাবিড়ের পরে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন বিরাট।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিন ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সচিন।
মহেন্দ্র সিং ধোনি তিন ফর্ম্যাট মিলিয়ে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
রাহুল দ্রাবিড় সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৫০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।
কোহলির পিছনে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টটি হতে চলেছে হিটম্যানের কেরিয়ারের ৪৪৩তম আন্তর্জাতিক ম্যাচ।
মহম্মদ আজহারউদ্দিন সব ফর্ম্যাট মিলিয়ে সাকুল্যে ৪৩৩টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৪২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
অনিল কুম্বলে সাকুল্যে ৪০১টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন তালিকার ৮ নম্বরে।
যুবরাজ সিং সব ফর্ম্যাট মিলিয়ে সাকুল্যে ৩৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
হরভজন সিং তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৬৫টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন