Hindustan Times
Bangla

টানা ২টি WTC ফাইনালে হারের পরে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে নতুন চ্যালেঞ্জ ভারতের সামনে।

মহড়া সারা রোহিতদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নেমে পড়ার অপেক্ষায় ভারতীয় দল।

কামব্যাকের পরেই ভাইস ক্যাপ্টেনের গুরুদায়িত্ব রাহানের কাঁধে। যশস্বীর টেস্ট অভিষেক কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।

WTC ফাইনালে সুযোগ না পাওয়া অতীত। বিদেশ সফরে চমকে দিয়ে টিম ম্যানেজমেন্টকে ভুল প্রমাণ করার লড়াই অশ্বিনের।

ভারতের পেস আক্রমণের মুখ হতে চলেছেন সিরাজ। অশ্বিন-জাদেজাকে টপকে অক্ষরের টেস্টে সুযোগ করে নেওয়াই চ্যালেঞ্জের।

সাইনির প্রথম টেস্টে মাঠে নেমে পড়ার সম্ভাবনা কম। তবে শামিদের অনুপস্থিতিতে শিকে ছিঁড়তেও পারে নভদীপের ভাগ্যে।

শুভমন গিলকে নিয়ে বিপুল প্রত্যাশা সমর্থকদের। এখন দেখার যে, যশস্বীকে ওপেনে জায়গা ছাড়তে হয় কিনা।

টেস্ট সিরিজে জাদেজার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অভিষেক হতে পারে মুকেশের।

যশস্বীকে টপকে রুতুরাজের প্রথম টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

কামব্যাকের পর থেকে মাঠে নামার খুব বেশি সুযোগ পাননি। নিজের জাত চেনানোর তাগিদ থাকবে উনাদকাটের।