Hindustan Times
Bangla

৫০০তম আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির ১০ রেকর্ড

একমাত্র ক্রিকেটার হিসেবে কেরিয়ারের ৫০০তম ম্যাচে সেঞ্চুরি করেন কোহলি। আর কেউ ৫০-ও টপকাতে পারেননি।

২৯ নম্বর টেস্ট সেঞ্চুরি করে ডন ব্র্য়াডম্যানের শতরানের সংখ্যা ছুঁয়ে ফেলেন বিরাট।

৫০০ ম্যাচ খেলে সব থেকে বেশি ৭৬টি আন্তর্জাতিক শতরান করেন কোহলি। ভাঙেন সচিনের ৭৫টি সেঞ্চুরির রেকর্ড।

কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি ৫০০ ম্যাচ খেলে ২৫ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি টপকেছেন।

কেরিয়ারের প্রথম ৫০০ ম্যাচে সব থেকে বেশি আন্তর্জাতিক রান করেন বিরাট।

তিন ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক রানের নিরিখে কালিসকে টপকে পাঁচে ওঠেন কোহলি।

সব থেকে বেশি টেস্ট রানের নিরিখে সেহওয়াগকে টপকে ভারতীয়দের মধ্যে পাঁচে ওঠেন বিরাট।

সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরিতে যুগ্মভাবে ১০ নম্বরে উঠলেন কোহলি।

টেস্ট সেঞ্চুরিতে ক্লার্ক, উইলিয়ামসন, আমলাকে টপকে যান কোহলি।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে তিন নম্বরে উঠলেন বিরাট।