প্রতিরক্ষায় ১৯ হাজার কোটির চু্ক্তি স্বাক্ষরিত! নৌসেনা পাচ্ছে তাবড় যুদ্ধজাহাজ
হিন্দুস্তান শিপইয়ার্ডের সঙ্গে বারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক চুক্তি হয়েছে সদ্য। সেখানে ১৯ হাজার কোটি টাকার চুক্তির হাত ধরে ভারতীয় নৌসেনা পাচ্ছে ৫ টি এফএসএস জাহাজ।
এই চুক্তির ফলে ৪৪ হাজার টনের ক্যাটেগোরির জাহাজ এই প্রথম ভারতে তৈারি হবে, ভারতীয় শিপইয়ার্ডের হাত ধরে।
' প্রতিরক্ষায় স্বনির্ভরতার দিকে উদ্দেশ্য সফল করতে এটি বড়সড় উদ্যোগ।' বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
এই বড়সড় চুক্তি বিশাখাপত্তনমে স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রক বলছে, সেনায় এই 'ফ্লিট সাপোর্ট শিপ' গুলি এলে তা 'তাৎপর্যপূর্ণভাবে ভারতীয় সেনার ক্ষমতাকে নীল জলে বাড়িয়ে তুলবে।'
এই নয়া প্রজেক্ট থেকে দেশে ১৬৮.৮ লাখ কর্মসংস্থান তৈরি হতে চলেছে। আর তা আগামী ৮ বছরে তৈরি হবে।
উল্লেখ্য, এই জাহাজগুলির নির্মাণ ভারতের জাহাজ নির্মাণ শিল্পে নয়া জোয়ার আনতে পারে।
ইতিমধ্যেই মন্ত্রিসভার কমিটির তরফে এই জাহাজগুলি কেনার বিষয়ে সবুজ সংকেত পেয়ে গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
এই জাহাজ কেনা নিয়ে গত ১৬ অগস্ট ছাড়পত্র পেয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। তারপরই এই নয়া উদ্যোগ।