By Tulika Samadder
Published 19 Oct, 2024
Hindustan Times
Bangla
বর্ষা যেতেই খুলেছে জঙ্গল সাফারি! ভারতের এই অরণ্যে আপনারা বাঘ দেখতে পারবেন
বর্ষা কেটে যাওয়ার পর বেশিরভাগ জঙ্গলেই সাফারি শুরু হয়ে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক, ভারতের কোন কোন অরণ্যে গেলে বাঘের দেখা পাবেন।
রাজস্থানে অবস্থিত রনথম্ভোর টাইগার রিজার্ভে খুব কাছ থেকে বাঘের দেখা পেয়ে থাকেন ভ্রমণার্থীরা।
উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যানও বাঘ দেখার আদর্শ স্থান।
মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভেও চলে যেতে পারেন আপনারা বাঘ দেখতে চাইলে।
মধ্যপ্রদেশে থাকা বান্ধবগড় জাতীয় উদ্যানেও বাঘ দেখতে ভিড় জমান দেশ-বিদেশের ভ্রমণার্থী ও জঙ্গলপ্রেমীরা।
মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যানেও বাঘের সংখ্যা আনুপাতিক বেশি বলে জানা যায়। ফলে খুব সহজেই বাঘের দেখা পাওয়া যায়।
বাঘ দেখতে প্রচুর পরিমাণে পর্যটক রোজ ভিড় জমান সুন্দরবনেও।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন