কাশ্মীরে গিয়ে ২০২৩ সালের অগস্টে নিকাহ করেছেন সরফরাজ।
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় সরফরাজের শ্বশুরবাড়ি। একাধিক রিপোর্টে সরফরাজের স্ত্রীকে নিয়ে নানান তথ্য জানা গিয়েছে।
এক রিপোর্টে বলা হয়েছে, রোমানা বিএসসির ছাত্রী ছিলেন। দিল্লির কলেজে পড়াশুনা করতেন। সেখানে সরফরাজের এক বোন পড়তেন। সেই সুবাদেই সরফরাজের সঙ্গে প্রথম দেখা হয় রোমানার।
এরপর বন্ধুত্ব। পরবর্তীতে একে অপরের প্রেমে পড়ে যান। তারপর বিয়ে হয় দু’জনের।
অপর এক রিপোর্ট অনুযায়ী সরফরাজ খানের এক খুড়তুতো ভাইয়ের বন্ধু ছিলেন রোমানা। একবার তাঁরা দু’জন সরফরাজের খেলা দেখতে গিয়েছিলেন। সেই সময় রোমানার সঙ্গে দেখা হয় সরফরাজের। তারপর বন্ধুত্ব, প্রেম ও বিয়ে।
সরফরাজ ও রোমানার প্রেম পর্বের ব্যাপারে কোনও সঠিক তথ্য জানা যায়নি।