By Priyanka Bose
Published 19 Dec, 2023
Hindustan Times
Bangla
এই প্রথম কোনও মহিলার হাতে উঠল প্লেয়ারদের বিড করার হাতুড়ি, কে এই মল্লিকা সাগর
২০২৪ আইপিএল, নিলামে প্রথম কোনও মহিলার হাতে উঠল প্লেয়ারদের বিড করার হাতুড়ি।
খেলোয়াড়দের জন্য বিডের হাতুড়ি মল্লিকা সাগরের হাতে তুলে দিয়েছে বিসিসিআই। আইপিএলের ইতিহাসে এই প্রথম এমটা হল।
মল্লিকা সাগর ডব্লিউপিএল অর্থাৎ মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের অংশ ছিলেন। এর আগে তিনি প্রো কাবাডি লিগের নিলামের আয়োজন করেছিলেন।
কবাডি লিগ, মহিলা প্রিমিয়ার লিগ ছাড়াও মল্লিকা অনেক শিল্প নিলামের অংশও হয়েছেন।
মল্লিকা ২০০১ সালে ব্রিটিশ নিলাম হাউস ক্রিস্টি'র নিলামকারী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন
মল্লিকা ফিলাডেলফিয়ার ব্রাইন মাওর কলেজ থেকে বিজনেস ইতিহাস অধ্যয়ন করেছেন।
২০০১ সালে নিলাম কোম্পানি ক্রিস্টি'র মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন
২৩ বছরের পেশাদার জীবনের পর প্রথমবার আইপিএলের মঞ্চে নিলামের সঞ্চালনা করলেন ৪৮-এর মল্লিকা
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন