অভিনয় করেছেন বলিউড ছবিতে, এই IPS অফিসারের জীবনের গল্প জানেন
প্রথম চেষ্টাতেই সিভিল সার্ভিস পরীক্ষাতে সফল হয়েছেন আইপিএস সিমলা প্রসাদ।
নিজে পড়াশোনা করে নিজের চেষ্টাতেই এই সাফল্য অর্জন করেছেন সিমলা প্রসাদ। চাকরির পাশাপাশি অভিনয়ও করেন তিনি।
১৯৮০ সালে ভোপালে জন্ম। পড়াশোনা করেন সেন্ট জোসেফ কো-এড স্কুল থেকে। এরপর তিনি বি. কম. নিয়ে স্নাতকের পড়াশোনা করেন এবং ভোপালের বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১০ ব্যাচের একজন আইপিএস অফিসার সিমলা প্রসাদ। কলেজের পড়াশোনার শেষ করে প্রথমে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়েছিলেন।
মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ডিএসপি পদে নিযুক্ত হন।
শুধুমাত্র স্ব-অধ্যয়ন করেই UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং সফলতাও অর্জন করেছিলেন সিমলা প্রসাদ।
শুনলে অবাক হবেন, ২০১৭ সালে 'আলিফ' এবং ২০১৯ সালে 'নাক্কাশ'-এ সাংবাদিকের চরিত্রে, দুটি বলিউড সিনেমাতে অভিনয় করেছেন এই IPS অফিসার।
ছোটবেলা থেকেই আগ্রহ ছিল নাচ ও অভিনয়ের প্রতি। তিনি স্কুল ও কলেজে থাকাকালীন বহু নাটক করেছেন।