গরম থেকে বাঁচতে ৬ দিন নেপালে কাটান, খরচ হবে খুব সামান্য! ব্যবস্থা করছে IRCTC
এই গরমে বিদেশ ট্যুরের পরিকল্পনা করছেন? ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এই অফার ভারতের প্রতিবেশী দেশ নেপালের জন্য।
IRCTC কম টাকায় ৬ দিনের জন্য নেপাল ভ্রমণের প্রস্তাব দিচ্ছে। এই প্যাকেজ বিশেষ ভাবে উত্তরপ্রদেশের লোকেদের জন্য ডিজাইন করা হয়েছে, যাঁরা নেপাল যেতে চান।
প্রথম দিন- নেপাল সফল লখনউ বিমানবন্দর থেকে শুরু হবে। সেখান থেকে যাত্রীরা সরাসরি কাঠমান্ডু পৌঁছাবেন। কাঠমান্ডুর হোটেলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকবে।
দ্বিতীয় দিন- পর্যটকরা পশুপতি নাথ মন্দির পরিদর্শন করবেন। মন্দির পরিদর্শনের পর পর্যটকরা যাবেন বৌদ্ধস্তূপ পরিদর্শনে।
তৃতীয় দিন- এরপর পর্যটকরা পাটন, দরবার স্কোয়ার ও রিফিউজিও যাবেন। সন্ধ্যায় পর্য়টকরা ভগবান নীলকান্তের দর্শন করতে পারবেন।
চতুর্থ দিন- এ দিন পোখরা যাবেন। এই পথে পর্যটকরা মনোকামনা মন্দির দেখতে পারবেন।
পঞ্চম দিন- এ দিন সারাংকোট থেকে হিমালয় পিছন থেকে বেরিয়ে আসা সূর্যোদয় উপভোগ করতে পারবেন পর্যটকরা। বিন্যাবসিনী মন্দিরও দেখতে পারবেন।
ষষ্ঠ দিন- এ দিন যাত্রীরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবেন। কাঠমান্ডু থেকে সফরের শেষ দিনে পর্যটকরা লখনউতে ফিরে যাবেন।
এই পুরো ৫ রাত ৬ দিনের প্যাকেজে মোট খরচ হবে ৩৮,৮০০ টাকা