মুখে টমেটো ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন তেলতেলে ভাব, ব্রণ, সানট্যান এবং কালো দাগ দূর করতে সাহায্য করে।
টমেটোতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল করে এবং এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে।
টমেটোর রস মুখে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে নিলে, ত্বকের অতিরিক্ত তেল দূর হয় এবং ত্বক মসৃণ ও পরিষ্কার দেখায়।
টমেটোতে ভিটামিন সি এবং লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল করতে এবং দাগ দূর করতে সাহায্য করে।
টমেটোর রস সানট্যান দূর করতে এবং সানবার্ন থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে।
টমেটোতে অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য আছে যা মুখের রোমকূপের ছিদ্রকেও ছোট করে।
টমেটোর শাঁস বা রস সরাসরি মুখে লাগাতে পারেন। একটুকরো টমেটো নিয়ে স্নানের আগে ঘষে নিতে পারেন গোটা শরীরে-মুখে। তারপর মিনিট কুড়ি রেখে দিলেই চলবে।
টমেটোর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। এছাড়াও টমেটোর পাল্পের সঙ্গে মধু, বেসন, চালের গুঁড়ো, লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।