Hindustan Times
Bangla

রথযাত্রা সদ্য সম্পন্ন হয়েছে। তারসঙ্গেই শুরু হয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। এদিকে, এগিয়ে আসছে চলতি বছরে জন্মাষ্টমীর দিন।

চলতি বছরে জন্মাষ্টমী পড়ছে ৬ ও ৭ সেপ্টেম্বর। দুই দিনই জন্মাষ্টমী পালন করা যাবে, বলছে পঞ্জিকা।

জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর  দুপুর ৩ টে ৩৭ মিনিট থেকে। তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর। 

জন্মাষ্টমীর তিথি ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টে  ১৪ মিনিটে শেষ হবে। 

জন্মাষ্টমীর নিশিতপুজোর সময়কাল ৭ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৭ মিনিট থেকে  ১২ টা ৪২ মিনিট পর্যন্ত হবে।

শ্রাবণের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পুজো সম্পন্ন হবে। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, ঝাড়খণ্ড সমেত বহু জায়গায় এই দিন চলবে পুজো ঘিরে ধুমধাম।

দেবতাকে হলুদ ফুল, বাঁশি, ময়ূরের পালক, চন্দন, মালা ও মিষ্টি পায়েস জাতীয় খাবার অর্পণের নিয়ম রয়েছে এই পুজো ঘিরে।