Hindustan Times
Bangla

বাজারে এল Jio-র ৯৯৯ টাকার স্মার্ট ফোন, রয়েছে কী কী সুবিধা

Reliance Jio এবার কম দামি একটি চমৎকার 4G ফিচার ফোন লঞ্চ করল। সেই ফোনের নাম Jio Bharat V2। 

সস্তার এই ফোন লঞ্চের পিছনে কোম্পানির একটাই উদ্দেশ্য ‘2G মুক্ত ভারত’। 

দেশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Karbonn-এর সঙ্গে জুটি বেঁধে এই Jio Bharat 4G Phone লঞ্চ করা হয়েছে।

ফোনের দাম রাখা হয়েছে, মাত্র ৯৯৯ টাকা।

৭ জুলাই, ২০২৩ থেকে বাজারে বিক্রি শুরু হল এই ফোনের

এটি একটি স্মার্ট 4G ফোন, যাতে রয়েছে কিপ্যাড এবং স্ক্রিনের ঠিক নিচেই রয়েছে Bharat ব্র্যান্ডিং।

 Jio Bharat ফোনের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে

২৮ দিনের রিচার্জের জন্য গ্রাহকদের মাত্র ১২৩ টাকা খরচ করতে হবে। যা অন্যান্য কোম্পানির তুলনায় অনেকটাই কম। বেশি দামের প্ল্যানটিতে মোট ১৬৮GB ডেটা অফার করা হবে। আনলিমিটেড কলিংয়ের অফার তো রয়েছেই। 

JioCinema, JioSaavan এবং FM Radio-র অ্যাক্সেস পাবেন গ্রাহকেরা

JioPay-র মাধ্যমে UPI পেমেন্টও করা যাবে। রয়েছে HD ভয়েসের সুবিধা।

 ফোনে রয়েছে 1000 mAh ব্যাটারি। 0.3 মেগাপিক্সেল ক্যামেরা।