By Priyanka Bose
Published 3 Sep, 2023
Hindustan Times
Bangla
বারাণসীর এই মন্দিরে মদ নিবেদন করেন ভক্তরা! পূরণ হয় নাকি সব ইচ্ছে
দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক অদ্ভুত মন্দির রয়েছে যেগুলি কোনও না কোনও কারণে বিখ্যাত।
উত্তরপ্রদেশের বারাণসীর কাল ভৈরব মন্দির বেশ বিখ্যাত। ভক্তদের সামনে বাবা কাল ভৈরবকে মদ নিবেদন করা হয়।
শত শত বছর ধরে চলে আসছে এই ঐতিহ্য। মদ ছাড়াও গাছ ও শুকনো ফল থাকে ভোগ হিসেবে।
ভগবান কাল ভৈরবকে ভগবান শিবের অনুসারী এবং পার্বতীর অনুসারী হিসেবে বিবেচনা করা হয়। ভক্তদের বিশ্বাস, মদ নিবেদন করা সংকল্প ও শক্তির প্রতীক।
এটা বিশ্বাস করা হয়, মন্দিরে উপস্থিত মূর্তিই মদ খায়। ভক্তদের মধ্যে বিশ্বাস, এখানে মদ নিবেদন করলে জীবনে সব ধরণের সমস্যা দূর হয়।
এমনও বিশ্বাস করা হয়, রবিবার এখানে মদ নিবেদন করলে গ্রহের দোষ দূর হয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন