Hindustan Times
Bangla

সময়ের সঙ্গে নিজেকে এতটা বদলেছেন কাজল, এই ছবিগুলিই প্রমাণ

আজ ৪৯-এ পা রাখলেন বলিউড অভিনেত্রী কাজল।   ১৯৭৪ সালের ৫ অগস্ট মুম্বইয়ে জন্মগ্রহণ করেন।

নব্বইয়ের দশকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছিলেন, গায়ের চাপা রঙ এবং চেহারার জন্য তাঁকে কটূক্তি শুনতে হয়েছিল। এরপর ৩০ বছরে নিজেকে পুরোপুরি বদলে ফেলেন কাজল।

অভিনেত্রীর বাবা সমু মুখোপাধ্য়ায় ছিলেন একজন পরিচালক ও প্রযোজক। মা তনুজাও একজন অভিনেত্রী।

কাজলের বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির মাধ্যমে। তবে তাঁর প্রথম বাণিজ্যিক হিট ‘বাজিগর’।

করণ অর্জুন, দিল তো পাগল হ্যায়, গুপ্ত, পেয়ার তো হোনা হি থা-র মতো অনেক সুপারহিট ছবি উপহার দেন কাজল। তবে এসবের মধ্যে অনেক বডি শেমিংয়ের শিকার হন অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার করার পর নিজের লুকেরও পরিবর্তন এনেছেন কাজল। তাঁর ট্রান্সফরমেশন দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা।

সচেতনভাবে নিজের ফিটনেস এবং লুকের পরিবর্তন এনেছেন কাজল।