Hindustan Times
Bangla

 বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থার নামে বড় মেয়ের নাম রাখতে চেয়েছিলেন কাজলের বাবা, কী জানেন? 

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়িকা কাজল, ফিল্মি পরিবারেই জন্ম তাঁর। বাবা সোমু মুখোপাধ্যায় ছিলেন পরিচালক, মা তনুজা নামী অভিনেত্রী

জানেন কি সোমু মুখোপাধ্যায় বড় মেয়ে কাজলের নাম রাখতে চয়েছিলেন 'মার্সেডিজ'। হ্যাঁ ঠিক পড়ছেন বিলাসবহুল জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থার নামটা দারুণ পছন্দ ছিল তাঁর

মার্সেডিজের কর্ণধার নিজের কোম্পানির নাম রেখেছিলেন মেয়ের নামানুসারে। কাজলের কথায়, 'আমার বাবা ভাবতেন ওর মেয়ের নাম মার্সেডিজ হলে আমার মেয়ের নাম কেন হবে না’

১৯৭৩ সালে পরিচালক সোমু মুখোপাধ্যায়কে বিয়ে করেন তনুজা। তাঁদের দুই সন্তান কাজল এবং তনিশা

তবে সোমুর ইচ্ছায় বাধ সাধেন তনুজা। কিন্তু কাজল নামটি কীভাবে এল? 

কাজল জানান, তাঁর ঠাকুমা বাবাকে 'কাজল দা' বলে সম্বোধন করত, সেখান থেকেই কাজল নামটি রাখা হয়

 কাজলের বয়স যখন মাত্র সাড়ে চার, তখনই আলাদা হন বাবা-মা। ২০০৮ সালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সোমু মুখোপাধ্যায়ের