Hindustan Times
Bangla

১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিনই সকলের জন্য খুলে গেল কঙ্গনার পাহাড়ি রেস্তোরাঁ ‘দ্য মাউন্টেন স্টোরি’।

হোম টাউন মানালিতে রেস্তোরাঁর উদ্বোধনের দিন, পাহাড়ি স্টাইলের গাউন পরে সেজেগুজে হাজির হয়েছিলেন কঙ্গনা।

রেস্তোরাঁ খোলার প্রথম দিন কঙ্গনার সঙ্গে ‘দ্য মাউন্টেন স্টোরি’তে উপস্থিত ছিল কঙ্গনার পরিবার।

পরিবারের সকলের সঙ্গে কথা বার্তার ফাঁকে ভাইপো অশ্বত্থামাকে আদরে ভরিয়ে দিতে দেখা গেল কঙ্গনাকে।

সমুদ্রতল থেকে ৬ হাজার ৩৯৮ ফুট উঁচুতে পাহাড়ি শহর মানালিতে রয়েছে কঙ্গনা এই নতুন রেস্তোরাঁ।

'বলিউড কুইন' কঙ্গনা রানাওয়াতের এই রেস্তোরাঁর অন্দরমহলের ছবি দেখলে মুগ্ধ হতে হয় বৈকি!

কঙ্গনা ইনস্টাগ্রামে রেস্তোরাঁর ছবি দিয়ে লিখেছেন, ‘পাহাড় আমার শরীর, নদী আমার শিরা-উপশিরা, আকাশ আর চাঁদ-তারা আমার স্বপ্ন।’

বলি তারকা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পরিচয় দেওয়ার থেকে ‘পাহাড়ি কন্যে’ হিসেবেই নিজের পরিচয় দিতে বেশি ভালোবাসেন কঙ্গনা।

মুম্বইয়ে কাজ ছাড়া জীবনের বেশিরভাগ সময় হিমাচল প্রদেশে নিজের শহর মানালিতেই কাটাতে ভালোবাসেন 'কুইন'।

আর তাই হিমাচলি ছোঁয়া মাখা নিজের নতুন রেস্তোরাঁটিও পাহাড়ে কোল ঘেঁষেই খুললেন সাংসদ-অভিনেত্রী।

caco88