By
Published 27 Feb, 2024
Hindustan Times
Bangla
হার্ভার্ড বিজনেজ স্কুলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন করিশ্মা কাপুর।
হার্ভার্ড বিজনেজ স্কুলে করিশ্মার বক্তব্যের বিষয়বস্তু ছিল ‘সফট পাওয়ার অফ বলিউড’।
ম্যাসাচুসেটস বোস্টন হার্ভার্ড বিজনেস স্কুল থেকে নানান ছবি নিজেই পোস্ট করেছেন করিশ্মা।
সানি সান্ধুর মাধ্যমে, তাঁর সঙ্গে কথোপকথনের হাত ধরে বিজনেস স্কুলে বক্তব্য রাখেন করিশ্মা।
এদিকে করিশ্মা যখন নিজের বক্তব্য তুলে ধরছিলেন, তখন ফোনে ভিডিয়ো কলে ধরা দেন অভিনেত্রী বোন করিনা।
এদিন করিনার ভার্চুয়াল উপস্থিতিতে আলোচনা পর্বটি আরও বিশেষ হয়ে ওঠে।
করিশ্মা লেখেন, ‘হার্ভার্ডে ইন্ডিয়া কনফারেন্সে বক্তা হতে পারাটা খুবই আনন্দের এবং সম্মানের ছিল।’
এই আলোচনা পর্বে কিছুক্ষণের জন্য করিনার যোগদান, সেটাকে আরও বিশেষ করে তুলেছে বলে লিখেছেন করিশ্মা।
সবশেষে ‘হার্ভার্ডে ইন্ডিয়া কনফারেন্সে'র উদ্যোক্তা ও সানি সান্ধুকে ধন্যবাদ জানাতে ভোলেননি করিশ্মা।
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…