Hindustan Times
Bangla

করওয়া চৌথ ২০২৪: এই ১০ উপায়ে মেহেন্দির রং করে তুলুন গাঢ় 

Enter text Here

মেহেন্দি লাগানোর আগে ভালো করে হাত ধুয়ে নেবেন যাতে কোনও নোংরা না থাকে 

মেহেন্দি শুকোতে দিন খোলা বাতাসে, তাতে মেহেন্দির রঙ আরও গাঢ় হয় 

মেহেন্দি শুকোতে যত সময় দেবেন রঙ তত সুন্দর হবে 

জল গরম করে সেই ধোঁয়ার সামনে হাত রাখুন, তাতে তাড়াতাড়ি রঙ পরিবর্তন হয়

লেবু চিনির মিশ্রণ লাগান হাতে, এতে মেহেন্দির রঙ অনেকদিন থাকে 

মেহেন্দির রঙ গাঢ় করার জন্য হাতে লাগাতে পারেন ভিক্স 

মেহেন্দি সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত হাতে জল লাগাবেন না 

মেহেন্দি লাগিয়ে হাতে ক্যামিকালযুক্ত প্রোডাক্ট লাগালে মেহেন্দির রঙ হালকা হয়ে যায়

করওয়া চৌথের কিছুদিন আগে মেহেন্দি লাগান, তাতে অনুষ্ঠানের দিন রঙ সুন্দর থাকবে