Hindustan Times
Bangla

জলে ভেজা গা!  প্রেম দিবসে রোম্যান্সে বুঁদ বনি-কৌশানি, বিয়েটা কবে? 

দেখতে দেখতে সম্পর্কের ১০ বছর পার করে ফেলেছেন বনি-কৌশানি, প্রেম ভাঙাগড়ার মাঝে তাঁদের জুটি সত্যি  অনন্য

পারবো না আমি ছাড়তে তোকে-র সেটে শুরু হয় প্রেম, সেই বন্ধন আজও অটুট

প্রেম দিবসে বনির বাহুলগ্না কৌশানি, একসঙ্গে ছুটি কাটানোর কিছু অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে আনেন নায়িকা

আদুরে ছবি পোস্ট করে প্রেমিকের কাছে তাঁর প্রশ্ন, 'আমার ভ্যালেন্টাইন হবে?' এত বছর পরেও প্রেম ভরপুর এই সম্পর্কে

জীবনের চড়া-উতরাইয়ের মাঝে একসঙ্গে এমনই সুন্দর স্মৃতি তৈরি করতে চান দুজনে

নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই খোলামেলা দুজনে। প্রেমের কথা কোনওদিন গোপন রাখেননি। প্রকাশ্যেই পরস্পরকে বলেছেন, ‘ভালোবাসি তোমায়'

বিয়ের সিদ্ধান্তটা পরিবার বনি-কৌশানির উপর ছেড়ে দিয়েছে। ২০১৫-এর শেষে ডেস্টিনেশন বিয়ে সারতে পারেন দুজনে

দুজনের পছন্দের ডেস্টিনেশন থাইল্যান্ড, সেখানেই সারতে পারেন শুভকাজ।

caco88