By Moinak Mitra
Published 21 Feb, 2025
Hindustan Times
Bangla
কেরল দল ৭৪ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে
আগামী বুধবার ২৬ ফেব্রুয়ারি সচিন বেবিরা ফাইনালে মুখোমুখি হবে বিদর্ভের
কোয়ার্টার ফাইনালে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১ রানের লিডের সৌজন্যে পরের রাউন্ডে ওঠে কেরল
সেমিফাইনাল ম্যাচে গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২ রানের লিডের সৌজন্য ফাইনালে উঠল কেরল
এর আগে ১৯৯১ সালে রঞ্জির নকআউটে ১ রানে দিল্লিকে হারিয়েছিল বোম্বে, এরপর ফাইনালে তাঁরা ২ রানে হেরে যায়
১৯৭১ সালে রঞ্জির নকআউটে পঞ্জাবকে ২ রানে হারিয়েছিল বিহার
১৯৮৬ সালে বিহারকে ২ রানে হারায় হরিয়ানা
১৯৫৫ সালে বরোদার বিরুদ্ধে ১ রানে জেতে বোম্বে, ২০০৯ সালে তামিনলাড়ুকে ২ রানে হারায় উত্তরপ্রদেশ (দুই ক্ষেত্রেই ইনিংস লিডের পরই ম্যাচ ড্র ঘোষণা হয়)
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88