Hindustan Times
Bangla

কেরল দল ৭৪ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে

আগামী বুধবার ২৬ ফেব্রুয়ারি সচিন বেবিরা ফাইনালে মুখোমুখি হবে বিদর্ভের

কোয়ার্টার ফাইনালে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১ রানের লিডের সৌজন্যে পরের রাউন্ডে ওঠে কেরল

সেমিফাইনাল ম্যাচে গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২ রানের লিডের সৌজন্য ফাইনালে উঠল কেরল

এর আগে ১৯৯১ সালে রঞ্জির নকআউটে ১ রানে দিল্লিকে হারিয়েছিল বোম্বে, এরপর ফাইনালে তাঁরা ২ রানে হেরে যায়

১৯৭১ সালে রঞ্জির নকআউটে পঞ্জাবকে ২ রানে হারিয়েছিল বিহার

১৯৮৬ সালে বিহারকে ২ রানে হারায় হরিয়ানা

১৯৫৫ সালে বরোদার বিরুদ্ধে ১ রানে জেতে বোম্বে, ২০০৯ সালে তামিনলাড়ুকে ২ রানে হারায় উত্তরপ্রদেশ (দুই ক্ষেত্রেই ইনিংস লিডের পরই ম্যাচ ড্র ঘোষণা হয়)

caco88