Hindustan Times
Bangla

কিয়ারা-কিস্সা: যোগ আছে কলকাতার, আত্মীয়দের মধ্যে আছে নামজাদা বাঙালিরা, জানতেন কি

জেনে নিন, সেই অচেনা কিয়ারাকে।

মুম্বইয়ে জন্ম কিয়ারার। বাবা সিন্ধ্রি পরিবারের সদস্য। মা স্কটিশ-পর্তুগিজ বংশের মেয়ে। 

ছোট থেকেই বলিউডের ভক্ত। ‘কভি খুশি কভি গম’ ছবির সব সংলাপ নাকি ছোটবেলায় মুখস্থ বলতে পারতেন কিয়ারা। 

জন ক্যানন স্কুলে পড়াশোনা করেছেন কিয়ারা। সেখান থেকে ইশা আম্বানির ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তিনি। 

মুম্বইয়ের জয়হিন্দ কলেজ থেকে স্নাতক হন তিনি। যদিও তার আগে থেকেই চাইতেন অভিনেত্রী হতে। 

অভিনয় আসার আগে মায়ের স্কুলে কিছু দিন শিশুদের পড়িয়েছেন কিয়ারা। ছোট শিশুদের পড়াতে ভালো লাগত বলে জানিয়েছিলেন তিনি। 

কিয়ারার মা সলমন খানের বন্ধু। শোনা যায়, সলমন এবং শাহিন জাফ্রির প্রেমও নাকি হয়েছিল কিয়ারার মায়ের যোগাযোগের কারণে। 

কিয়ারার সঙ্গে ভালো যোগ রয়েছে বলিউডের। সৈয়দ জাফ্রি সম্পর্কে তাঁর মায়ের দাদু হন।

কিয়ারার সঙ্গে সম্পর্ক রয়েছে বাঙালিদেরও। এবং সেটি নামজাদা পরিবারের। 

এই বাঙালি পরিবার হল কিশোর কুমারদের পরিবার। 

কিয়ারার মায়ের সৎ-মায়ের নাম ভারতী গঙ্গোপাধ্যায়। তিনি অশোক কুমারের মেয়ে, মানে কিশোর কুমারের ভাইঝি। 

কিয়ারার আসল নাম আলিয়া আদবানি। আলিয়া ভাটের সঙ্গে নাম নিয়ে জটিলতা এড়াতেই ‘কিয়ারা’ নামটি তিনি নেন। 

তাঁকে নাম বদলানোর পরামর্শ দিয়েছিলেন সলমন খান।

‘অনজানা অনজানি’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ছিল কিয়ারা। সেখান থেকেই এই নামটি নেওয়া।

‘ফুগলি’ এবং ‘এমএস ধোনি’ দিয়ে কেরিয়ার শুরু করলেও, তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসে ‘লাস্ট স্টোরিজ’। 

কিয়ারার প্রিয় শহর নিউ ইয়র্ক। আর প্রিয় খাবার পিৎজা।