By Subhasmita Kanji
Published 13 Feb, 2025
Hindustan Times
Bangla
ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ হতে পারে চুমু। কিন্তু কখনও কখনও এই চুমু খাওয়ার মুহূর্তই দারুণ ভাইরাল হতে পারে।
বলিউডের একাধিক তারকার চুমু খাওয়ার মুহূর্ত দারুণ ভাইরাল হয়েছে অতীতে। তালিকায় আছেন কারা?
সবার আগে এই মুহূর্তে উদিত নারায়ণের কথা বলতেই হবে। যিনি কিছুদিন আগেই লাইভ শোতে মহিলা অনুরাগীদের চুমু খেয়ে বিতর্ক উসকেছেন।
২০১১ সালে আইপিএলের ম্যাচে সিদ্ধার্থ মাল্য এবং দীপিকা পাডুকোনের চুমুও বিস্তর বিতর্কের ঝড় তুলেছিল।
একটি জন্মদিনের পার্টিতে ২০০৬ সালে রাখি সাওয়ান্তকে চুমু খেয়েছিলেন মিকা সিং। সেটা নিয়ে পুলিশ কেস পর্যন্ত হয়।
ক্রিশ্চিয়ানো রোনাল্ড এবং বিপাশার বসুর চুমুকেও এই তালিকায় রাখতে হবে।
শিল্পা শেট্টি বিবাহ রিচার্ড গেরের চুমুও থাকবে এই তালিকায়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন।
caco88