By Laxmishree Banerjee
Published 13 Feb, 2025
Hindustan Times
Bangla
'কিস ডে'তে সঙ্গীকে এই সুন্দর বার্তা পাঠান, জীবনে ভালোবাসা আসবেই
আজও একটা ভালোবাসার গল্প, এর মধ্যে ভালোবাসার ভান্ডারও আছে, এজন্যই আমি তোমার কাছে একটা চুমু চাইতে চাই।
সন্ধ্যা ভালোবাসার রঙে ডুবে থাকুক, নতুন শুরুর বার্তা, যেন আমার ঠোঁট তোমার আর তোমার ঠোঁট আমার নামে।
আমি তোমার ভালোবাসার জন্য এরকম কিছু করব। তারা এই বাতাসে সুগন্ধের মতো ছড়িয়ে পড়বে।
যদি আমাকে ভুলে যেতে চাও, তাহলে নিঃশ্বাস বন্ধ করো। যদি তুমি একটু নিঃশ্বাস নাও, আমি তোমার হৃদয়ে প্রবেশ করব।
আমি দেখতে চাই যেখানে শুধু তোমার মুখ দেখা যায়, আমাদের সম্পর্কটা এমনই হোক।
জীবনে যখনই আমি কষ্ট পাই, তুমি আমার হাত ধরেছো। এই চুম্বন দিবস ভালোবাসা প্রকাশের একটি অজুহাত মাত্র।
যখনই তোমার কথা মনে পড়ে, চোখ বন্ধ করে তোমাকে মিস করি। যদি তোমার সামনে না থাকি, আমি আমার ভাবনায় ভালোবাসি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88