Hindustan Times
Bangla

আরবিক মেকআপ করতে চাইছেন? দেখুন সহজ কিছু টিপস। 

আরবিক মেকআপ করার জন্য আপনাকে কোনও পার্লারে যেতে হবে না। বাড়ি বসেই করে ফেলুন এই মেকআপ। 

এই মেকআপ করার আগে মুখ ভালো করে ধুয়ে নিন। ফেসওয়াশ বা ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ ধুয়ে নিন। 

এবার মুখে টোনার লাগান। 

তারপর ফাউন্ডেশন লাগান। মুখের চামড়ার সঙ্গে এটাকে ভালো করে ব্লেন্ড করুন। 

তারপর চিকবোনে ব্লাশার লাগান। আইব্রোতে কাজল দিন। 

এই ধরনের মেকআপ আই মেকআপ খুব বেশি হয়। তো সেই অনুযায়ী গোল্ডেন এবং সিলভার আই শ্যাডো মিশিয়ে চোখের উপরে লাগান। তারপর আই লাইনার লাগান। 

তবে সিলভার বা গোল্ডেন আই শ্যাডো দেওয়ার আগে ডিপ রঙের কোনও আই শ্যাডো লাগাবেন চোখের উপরে। এবার তার উপর থেকে সিলভার বা গোল্ডেন আই শ্যাডো দিয়ে গ্লসি ভাব আনুন। 

এবার ডার্ক শেডের একটা লিপস্টিক লাগান। তাহলে সম্পন্ন হয়ে যাবে আপনার সাজ।