Hindustan Times
Bangla

ছেঁড়া নোট নিয়ে সমস্যায় পড়েন? দেখুন এক্ষেত্রে কী করবেন

অনেক সময় নগদ লেনদেনের ক্ষেত্রে ছেঁড়া নোট হাতে আসে। আবার কখনো দেখা যায় এটিএম থেকেই বিকৃত নোট বেরিয়ে এসেছে। 

আশেপাশে কিছু মানুষ পাবেন, যারা ছেঁড়া নোট বদলে নতুন নোটের বিনিময়ে কমিশন চায়। 

তবে জেনে নিন, ব্যাঙ্কে গিয়ে অতিরিক্ত টাকা না দিয়ে সহজেই এই নোটগুলি পরিবর্তন করতে পারেন।

যে কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে যেতে পারেন এবং আপনার পুরানো এবং ছেঁড়া নোটগুলি বিনিময় করতে পারেন। 

RBI একজন ব্যক্তির জন্য একবারে সর্বাধিক ২০টি নোট বিনিময়ের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। এর অর্থ হল, আপনি একবারে ২০ টির বেশি নোট পরিবর্তন করতে পারবেন না।

মনে রাখবেন,  এই ২০টি নোটের মূল্য ৫ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়। 

নোট যদি খুব বেশি কাটা বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু গ্রাহক পুরো টাকা ফেরত পাবেন না।