৩১ তারিখ কালীপুজো বড় মায়ের মন্দিরে, জানুন কীভাবে যাবেন পুজো দিতে
নৈহাটির বড় মায়ের মান্যতা নিয়ে নতুন করে কিছু বলার নেই! সারা বছরই মায়ের দরবারে হাজির হন ভক্তরা।
আপনি যদি কালীপুজোর রাতে বড় মায়ের কাছে যাওয়ার কথা ভেবে থাকেন কালীপুজোতে, তাহলে জানুন কীভাবে যাবেন।
শিয়ালদহ থেকে নৈহাটি বা কৃষ্ণনগর বা রানাঘাট লোকাল ধরে নামবেন নৈহাটি জংশন স্টেশনে।
নৈহাটি স্টেশন এর ১ নং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটে ৫-৭ মিনিট গেলেই বড় মায়ের মন্দির।
কালী পুজোয় ৩১ তারিখ রাত ১১টার সময় পুজো শুরু হবে বড় মায়ের, রাত একটা নাগাদ শুরু হবে অঞ্জলি আর পুজো শেষে হবে ভোগ প্রসাদ বিতরণ।
পুজো নেওয়ার জন্য কাউন্টার খুলবে ২৪ তারিখ থেকে। ২৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত নেওয়া হবে মানসিক পুজো। ৩০ ও ৩১ তারিখ নেওয়া হবে ফল প্রসাদ, সন্দেশের পুজো।
পুজোর রাতে মা ১০০ ভরি সোনার গয়না ও ২০০ কেজি রুপোর অলংকারে সেজে উঠবে। সেদিন মায়ের পা থেকে মাথা পর্যন্ত শোভা পায় বাহারি গয়না আর যেদিন বিসর্জন হয় সেদিনও মা সেজে ওঠেন ফুলের সাজে।
ভাইফোঁটার পরেরদিন অর্থাৎ ৪ তারিখ বিকেল চারটেয় বিসর্জন দেওয়া হবে বড় মায়ের।