Hindustan Times
Bangla

স্বপ্নে  প্রিয়জনকে মৃত দেখেছেন? জেনে নিন শুভ না অশুভ

স্বপ্নে মৃত্যু আমরা অনেকেই দেখে থাকি। যা সকালে ঘুম থেকে ওঠার পর ভয় ও  দুশ্চিন্তা উদ্রেক করে। মনে রাখবেন, এই ধরনের স্বপ্নেরও কিন্তু অর্থ রয়েছে।

কেউ মনে করেন এই ধরনের স্বপ্ন নাকি অশুভ, তো কারও মত যাকে মৃত দেখা হয় তার আয়ু বেড়ে যায়। 

স্বপ্ন বিশ্লেষণকারীরা বলছেন, মৃত্যুর অর্থ পুরনোর শেষ ও নতুন কিছুর শুরু। তাই স্বপ্নে মৃত্যু দেখা জীবনের নতুন কিছু শুরুর ইঙ্গিত বহন করতে পারে। 

 কোনও খারাপ অভ্যাস বা খারাপ সময়ের শেষ হওয়াও বোঝাতে পারে মৃত্যুর স্বপ্ন। 

স্বপ্ন গবেষকরা বলছেন, স্বপ্নে কোনও বয়স্ক মানুষের মৃত্যু দেখার অর্থ পুরনো কোনও অভ্যাস ত্যাগের সময় উপস্থিত।

বাবা-মা সন্তানের মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ হতে পারে, তাঁদের সন্তান কোনও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। 

জীবিত বাবা-মার মৃত্যুর স্বপ্ন ছেলে-মেয়েরা দেখার অর্থ হল, আপনি আপনার বাবা-মাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন। যদি মৃত বাবা-মার মৃত্যুর স্বপ্ন দেখেন, তার মানে আবারও ফিরে পেতে চান তাঁদের। 

স্বামী বা স্ত্রীর মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ হল সম্পর্ক থেকে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে না।  

কোনও প্রিয়বন্ধুর মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ বন্ধুত্বে ফাটল এসেছে।