By
Published 8 Mar, 2024
Hindustan Times
Bangla চিকেন পক্সে হলে কোন কোন খাবার খাবেন?
চিকেন পক্স একটি ভাইরাল ইনফেকশন।
নিম পাতায় থাকা আয়ুর্বেদিক উপাদান পক্সের জ্বালা যন্ত্রণা থেকে উপশম দিতে পারে। এ ছাড়া নিমের পেস্টও লাগানো যেতে পারে
বাঁধাকপি সহজে হজম হয়ে যায়। এ ছাড়াও এতে রয়েছে ক্রাইটেরিয়ন যা তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে।
এতে রয়েছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন যা ইনফেকশন নিয়ন্ত্রণে সাহায্য করে।
শিশুদের মধ্যে এই রোগ প্রায়ই দেখা দেয়। বড়দের মধ্যেও ছড়িয়ে পরে।
তবে এই রোগের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ক্লিক করুন