Hindustan Times
Bangla

সাবধান! পেঁপেরও বদগুণ রয়েছে কিন্তু

স্বাদে যতোই মিষ্টি হোক এই ফলের বহু অজানা বদগুণও রয়েছে

পেঁপে খেলে অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় অনেকেরই

পেঁপে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে

পাকা বা হালকা পাকা পেঁপে গর্ভবতী নারীর জন্য খারাপ হতে পারে। তাই গর্ভাবস্থায় এই ফল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা রক্ত পাতলা করে দিতে পারে। 

পেঁপেতে প্রচুর লাটেক্স থাকে যা ত্বকে চুলকানির সৃষ্টি করে। ত্বকে ব়্যাশ বা জ্বালা-পোড়া দেখা দেয় অনেকের।