By Sanket Dhar
Published 17 Feb, 2023
Hindustan Times
Bangla
শিশুদেরই লিউকোমিয়া হওয়ার ঝুঁকি বেশি, লক্ষণগুলি কী কী জানেন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় লিউকোমিয়া।
এক থেকে চার বছর বয়সিরা এই ক্যানসারে আক্রান্ত হয়। লিউকোমিয়া হল রক্তের ক্যানসার।
এই ক্যানসারের লক্ষণগুলি শিশুর মধ্যে দেখলে সাবধান হন।
মাঝে মাঝেই জ্বরে ভোগা। শরীর দুর্বল থাকা।
খাবার খেতে ইচ্ছে করে না একরত্তির। বুক ধড়ফড় করে।
কোনও কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমে যাচ্ছে। হাড়ে বড্ড ব্যথা করছে।
Enter text Here
ত্বক ফ্যাকাসে হয়ে যাচ্ছে। পায়ে জল জমছে দিন দিন। এছাড়াও কেটে গেলে সহজে রক্ত বন্ধ হচ্ছে না।
ঘুমোনোর সময় ঘন ঘন ঘেমে যাচ্ছে একরত্তি। এমন লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন