By Sanjib Halder
Published 20 Aug, 2023
Hindustan Times
Bangla
বিশ্ব ফুটবলে ইতিহাস গড়লেন লিওনেল মেসি, ট্রফির জয়ের নিরিখে পিছনে ফেললেন দানি আলভেসকে
ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সফল খেলোয়াড় হয়ে উঠলেন ইন্টার মায়ামি ও আর্জেন্তিনার ফরোয়ার্ড লিওনেল মেসি।
লিগস কাপ ২০২৩ জেতার পরে মেসির সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে ক্লাব ও দেশের হয়ে মোট ৪৪টি ট্রফির গৌরব।
ফুটবলার হিসাবে লিওনেল মেসিই প্রথম যার দখলে এমন কৃতিত্ব রয়েছে।
এদিন নাশভিলকে পেনাল্টিতে ১০-৯ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মেসির ইন্টার মায়ামি।
এদিন লিওনেল মেসি তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ দানি আলভেসকে টপকে গিয়েছেন।
দানি আলভেস এখনও পর্যন্ত ৪৩টি ট্রফি জিতেছিলেন।
সেই রেকর্ড এখন দানি আলভেসের থেকে মেসির দখলে এসেছে।
আর্জেন্তিনার হয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ ২০০৫, অনূর্ধ্ব-২৩ গ্রীষ্ককালীন অলিম্পিক্স ২০০৮, কোপা আমেরিকা ২০২১, ফাইনালসিমা ২০২২, ফিফা বিশ্বকাপ ২০২২ সহ মোট ৫টি ট্রফি জেতেন লিওনেল মেসি।
মেসি বার্সেলোনার হয়ে ৩৫টি ট্রফি জিতেছেন। লা লিগা (১০ বার), কোপা দেল রে (সাতবার), সুপারকোপা দে এস্পানা (আটবার), উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (চারবার), উয়েফা সুপার কাপ (তিনবার), ফিফা ক্লাব বিশ্বকাপ (তিনবার)
পিএসজির হয়ে জিতেছেন ৩টি ট্রফি। যার মধ্যে লিগ ওয়ান (দু'বার), ট্রফি দেস চ্যাম্পিয়নস (একবার) ইন্টার মায়ামির হয়ে ১টি ট্রফি জিতেছেন। লিগস কাপ ২০২৩
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন