By Laxmishree Banerjee
Published 3 Jun, 2024
Hindustan Times
Bangla
লিপস্টিক লাগানোর সময় আপনি এই ভুল করছেন না তো!
প্রতিটি মহিলা লিপস্টিক পরতে পছন্দ করেন এবং মেকআপ কিটে সব ধরনের শেডও পাওয়া যায়।
প্রায়শই মহিলারা নতুন শেডের লোকাল লিপস্টিকও কিনে থাকেন।
লিপস্টিক ঠোঁটের সৌন্দর্য বাড়ায় কিন্তু তা নষ্টও করতে পারে। স্থানীয় লিপস্টিক ব্যবহার করলে অনেক ক্ষতি হতে পারে।
ব্র্যান্ডেড লিপস্টিক লাগানোর ঠোঁটে একটু ফাউন্ডেশন বা কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন ঠোঁটে, তারপর লিপস্টিক লাগান। এটি সরাসরি ঠোঁটে প্রভাব ফেলবে না।
বেশি লিপস্টিক লাগলে ঠোঁটের ত্বকে পিগমেন্টেশন হতে পারে। এর কারণে আপনার ঠোঁট সবসময় ফাটা দেখাবে।
লিপস্টিক কেনার সময়, গায়ে লেখা উপাদানগুলো ভালোভাবে পড়ুন। প্যারাবেনস এবং থ্যালেটসের মতো রাসায়নিক যুক্ত লিপস্টিক কিনবেন না।
লিপস্টিকের কোয়ালিটি খারাপ হলে ঠোঁটের রঙকে অদৃশ্য করে দেবে। আপনার ঠোঁট কালো হতে শুরু করবে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন